একই সাথে ছাত্রলীগের ৫টি শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা

ছাত্রলীগের চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখা কমিটিসহ মোট ৫টি শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। বুধবার (২৭ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি বিলুপ্তির ঘোষণা দেওয়া হয়।
সেখানে বলা হয়, যথাযথ গঠনতান্ত্রিক নিয়ম না মেনে গঠিত হওয়ায় ছাত্রলীগের চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। একইসঙ্গে এই কমিটির আওতাধীন বাঁশখালী উপজেলা ও পৌরসভা শাখা, আলাওল সরকারি কলেজ শাখা, সাতকানিয়া সরকারি কলেজ শাখার কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
এর আগে ২০২০ সালে এসএম বোরহানকে সভাপতি ও আবু তাহেরকে সাধারণ সম্পাদক এবং হোসাইন মোহাম্মদকে সাংগাঠনিক সম্পাদক করে দক্ষিণ জেলা কমিটি অনুমোদন দেওয়া হয়েছিলো।
বিভি/এ.জেড
মন্তব্য করুন: