• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

অক্টোবরে ১টি রাজনৈতিক ও ৪টি উন্নয়ন সমাবেশ করবে আওয়ামী লীগ

প্রকাশিত: ০৯:৫১, ২ অক্টোবর ২০২৩

ফন্ট সাইজ
অক্টোবরে ১টি রাজনৈতিক ও ৪টি উন্নয়ন সমাবেশ করবে আওয়ামী লীগ

অক্টোবর মাসে আরও ৫টি কর্মসূচির ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। রবিবার (১ অক্টেবার) বিকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভায় দলের সাধারণ সম্পাদক এবং সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কর্মসূচির ঘোষণা দেন।

কর্মসূচির মধ্যে আগামী ৩ অক্টোবর সাভারের আমিন বাজারে আওয়ামী লীগের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১টি রাজনৈতিক ও ৪টি সরকারের উন্নয়ন প্রকল্প সংশ্লিষ্ট কর্মসূচি। 

আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে ২ মহানগর ও সহযোগী সংগঠনের মধ্যে এ যৌথসভা অনুষ্ঠিত হয়।

এছাড়া ৭ অক্টোবর বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন, ১০ অক্টোবর পদ্মা সেতুর রেলসেতু উদ্বোধন, মেট্রোরেলের মতিঝিল অংশ উদ্বোধন এবং ২৮ অক্টোবর বঙ্গবন্ধু টানেলের উদ্বোধন উপলক্ষে আওয়ামী লীগ সুধী সমাবেশ করবে।

বিভি/এজেড

মন্তব্য করুন: