নির্বাচনী পরিবেশ বিনষ্টের গভীর ষড়যন্ত্রে লিপ্ত বিএনপি: কাদের

ছবি: ফাইল ফটো
বিএনপি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল এবং নির্বাচনী পরিবেশ বিনষ্টের গভীর ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার (২ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ওবায়দুল কাদের এ অভিযোগ করেন। বিএনপি একই সাথে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং উন্নয়নের চলমান অভিযাত্রাকে ব্যাহত করতে চায়। ওবায়দুল কাদের বলেন, বিএনপির নির্বাচন হতে না দেয়ার ঘোষনা প্রমাণ করে-জনগণ, গণতন্ত্র, সংবিধান ও আইন কোন কিছুর প্রতি বিএনপির দায়বদ্ধতা নেই। বিএনপি কখনো জনকল্যান, মানুষের অধিকার প্রতিষ্ঠা ও ভাগ্যোন্নয়নের রাজনীতি করেনি। সেজন্য বিএনপির রাজনীতি বিদেশি প্রভুদের কৃপা নির্ভর বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
জনগণ, গণতন্ত্র ও কল্যাণকর রাজনীতির প্রতি বিএনপির ন্যূনতম বিশ্বাস থাকলে, এদেশের গণতন্ত্রে কোন সংকট সৃষ্টি হতো না বলেও জানান ওবায়দুল কাদের।
বিভি/এমআর
মন্তব্য করুন: