মানুষকে পাশে না পেয়ে নাশকতার ষড়যন্ত্র করছে বিএনপি: তথ্যমন্ত্রী

ছবি: ফাইল ফটো
বিএনপি হাঁটা, দাঁড়ানো, হামাগুড়ি কর্মসূচি দিয়ে মানুষকে পাশে না পেয়ে এখন নাশকতার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
জাতীয় প্রেসক্লাবে সোমবার (২ অক্টোবর) এক আলোচনায় তথ্যমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের অগ্রযাত্রা যাদের পছন্দ নয় তারা প্রথম বলে মানবাধিকার, পরে বলে সুষ্ঠু নির্বাচন। আমাদের দেশে পার্লামেন্ট ভবনে আক্রমণ করে মানুষ মারা হয় না। মার্কিন যুক্তরাষ্ট্রেই পরাজিত প্রার্থী ট্রাম্প এখনো পরাজয় মেনে নেননি। তারা আমাদের গণতন্ত্র শেখাবে-? প্রশ্ন রাখেন হাছান মাহমুদ। তার অভিযোগ, কিছু দেশ আছে যাদের ব্যবসা না দিলে তারা মানবাধিকারকে অস্ত্র হিসেবে ব্যবহর করে।
বেগম খালেদা জিয়ার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি তার অসুস্থতা নিয়ে রাজনীতি করছে। তারা চায় না, খালেদা জিয়া সুস্থ হোক। যেন তারা রাজনীতিটা করতে পারে।
বিভি/এমআর
মন্তব্য করুন: