• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বিনা চিকিৎসায় বেগম খালেদা জিয়াকে হত্যা করতে চায় সরকার: ফখরুল

প্রকাশিত: ১৯:৩৭, ২ অক্টোবর ২০২৩

ফন্ট সাইজ
বিনা চিকিৎসায় বেগম খালেদা জিয়াকে হত্যা করতে চায় সরকার: ফখরুল

ছবি: মির্জা ফখরুল

আইনের ভুল ব্যাখ্যার মাধ্যমে মুক্তি না দিয়ে বিনা চিকিৎসায় বেগম খালেদা জিয়াকে হত্যা করতে চায় সরকার, অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। 

রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সোমবার (২ অক্টোবর) জাতীয়তাবাদী কৃষক দলের সমাবেশে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, বর্গির সরকার দেশ চালাচ্ছে। অর্থনীতি ধ্বংস করে মেগা উন্নয়ন করছে। অথচ কৃষকদের ভাগ্যের উন্নয়ন হচ্ছে না। মেগা প্রজেক্টের সাথে সাধারণ মানুষের কোন সম্পর্ক নেই। তারা দু'বেলা খেয়ে বাঁচতে চায়। আওয়ামী সিন্ডিকেট কৃষি পণ্যের দাম নিয়ন্ত্রণ করে নিজেরা লাভবান হচ্ছে উল্লেখ করে মির্জা ফখরুল আরও বলেন, কৃষকদের এখন বেঁচে থাকাই দুস্কর। কৃষক, শ্রমিক, ব্যবসায়ী কেউ ভালো নেই। সরকার পুরো দেশকে জাহান্নাম বানিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপি মহাসচিব আরও বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে বেগম জিয়াকে মুক্তি দিচ্ছে না সরকার। সরকারের উদ্দেশে তিনি বলেন, দেশের কল্যাণ চাইলে এখনো সময় আছে, ক্ষমতা ছেড়ে দিয়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিন।

বিভি/এমআর

মন্তব্য করুন: