• NEWS PORTAL

বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩

ঢাকা জেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশ চলছে

প্রকাশিত: ১৭:১৪, ৩ অক্টোবর ২০২৩

ফন্ট সাইজ
ঢাকা জেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশ চলছে

ছবি: সংগৃহিত

ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি ও উন্নয়ন সমাবেশ শুরু হয়েছে। আজ মঙ্গলবার (৩ অক্টবর)  বিকাল ৪টার দিকে সাভারের আমিনবাজারে এ শান্তি ও উন্নয়ন সমাবেশ শুরু হয়।

এর আগে শান্তি সমাবেশে যোগ দিতে হাজারও নেতাকর্মী জমা হয়েছেন সাভার আমিনবাজারে। তাদের হাতে শোভা পাচ্ছে প্ল্যাকার্ড, সেখানে লেখা নানা স্লোগান। রঙবেরঙের ক্যাপ ও টি-শার্টে সেজে জড়ো হয়েছেন অনেকে। বিভিন্ন সংগঠন ও থানা-ওয়ার্ড নেতাকর্মীরা বাদ্যবাজনা নিয়েও সমাবেশে যোগ দিচ্ছেন।

সমাবেশে প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমদের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করছেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ। 

বিভি/এমআর

মন্তব্য করুন: