`মুক্তি পরের কথা; খালেদা জিয়াকে বাঁচতে দিবেন কি না, সেটা বলুন?`
ফাইল ছবি
জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব প্রশ্ন রখে বলেছেন, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিবেন কি না, সেটা পরের কথা। আগে তাকে বাঁচতে দিবেন কি না, সেটা বলুন? তাকে হাসপাতালে দেখে মনে হয়নি তিনি বেঁচে আছন, এমন মন্তব্যও করেন আ স ম আবদুর রব।
মঙ্গলবার (৩ অক্টোবর) এসব বলেন তিনি।
তিনি বলেন, খালেদা জিয়ার ১০ বছরের সাজা হয়েছিল, জার্মানিতে চিকিৎসার জন্য পাঠানো হয়। সাজা, মুক্তি এসব কোনো কথা না। আগে তাকে বাঁচাতে দিন।
আ স ম আব্দুর রব আরও বলেন, রাষ্ট্রপতি প্রয়োজনে তাকে দেখতে যাক। তার চিকিৎসা দরকার আছে কি না দেখুক।
বিভি/টিটি
মন্তব্য করুন: