• NEWS PORTAL

  • সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ভারতের সাথে আপস হয়ে গেছে: ওবায়দুল কাদের

প্রকাশিত: ১৮:২২, ৩ অক্টোবর ২০২৩

আপডেট: ১৮:২৩, ৩ অক্টোবর ২০২৩

ফন্ট সাইজ
ভারতের সাথে আপস হয়ে গেছে: ওবায়দুল কাদের

ছবি: ফাইল ফটো

ভারতের সাথে আপস হয়ে গেছে, বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার (৩ অক্টোবর) সাভারের আমিন বাজারে ট্রাক স্ট্যান্ড মাঠে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ঢাকার সাথে দিল্লীর আপোস হয়ে গেছে। দিল্লীর যেমন বাংলাদেশের দরকার আবার বাংলাদেশেরও দিল্লীকে প্রয়োজন রয়েছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আগামী মাসে সেমিফাইনাল, জানুয়ারিতে ফাইনাল। বিএনপি খেলায় ফাউল করছে বলে মন্তব্য তার। তিনি বলেন, সরকার ভিসা নীতির পরোয়া করে না। নিষেধাজ্ঞার ধমকি-ধামকি শেষ।

কাদের বলেন, মির্জা ফখরুলের গলা নরম হয়ে গেছে। মানুষ বুঝে গেছে, বিএনপির লাফালাফিতে কোনো লাভ হবে না। বিএনপি ক্ষমতায় আসলে আবার চুরি করবে, গণতন্ত্র গিলে খাবে, বিদ্যুৎ গিলে খাবে, মুক্তিযুদ্ধকে গিলে খাবে। বিএনপির মতো হাটুভাঙ্গা দল, কোমড় ভাঙ্গা দল ফাইনাল খেলতে পারবে না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
 

বিভি/এমআর

মন্তব্য করুন: