নির্বাচনে অংশ নেয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে যা জানালো জাতীয় পার্টি

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি জাতীয় পার্টি। তবে জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি বলেছেন, আগামী দু-এক দিনের মধ্যেই জাতীয় পার্টি দ্বাদশ নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।
শুক্রবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় তিনি বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান, নির্বাচনে যাওয়ার ব্যাপারে দলের সব ধরনের প্রস্তুতি রয়েছে। পরিবেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করে জাতীয় পার্টি নির্বাচনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে।
মুজিবুল হক চুন্নু আরো বলেন, সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনার উদ্যোগ নিলে নির্বাচনের অনুকূল পরিবেশ সৃষ্টি হতে পারে। দলীয়ভাবে আমাদের পার্টির নির্বাচনি প্রস্তুতি রয়েছে। নির্বাচনের জন্য অনূকুল পরিবেশ তৈরি হলেই জাতীয় পার্টি সিদ্ধান্ত নিবে। তিনি বলেন, আলোচনা করলে যে কোন সমস্যার সমাধান হতে পারে।
বিভি/এজেড
মন্তব্য করুন: