• NEWS PORTAL

সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩

আবারও দেশজুড়ে সর্বাত্মক অবরোধের ডাক

প্রকাশিত: ১৫:৫২, ২০ নভেম্বর ২০২৩

ফন্ট সাইজ
আবারও দেশজুড়ে সর্বাত্মক অবরোধের ডাক

৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি শেষ হচ্ছে আজ। এরপর বিএনপির সমর্থনে আগামী ২২ ও ২৩ নভেম্বর (বুধ ও বৃহস্পতিবার) ৪৮ ঘণ্টা দেশব্যাপী সর্বাত্মক অবরোধ ডেকেছে বিরোধী সমমনা দলগুলো।

এই অবরোধ কর্মসূচি পালনের জন্য এলডিপি নেতাকর্মী ও দেশবাসীকে আহ্বান জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম)। 

সোমবার (২০ নভেম্বর) এক বিবৃতিতে শান্তিপূর্ণভাবে বিএনপির ডাকা এই অবরোধ কর্মসূচি পালন করার জন্য তিনি আহ্বান জানান।

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে কর্নেল অলি বলেন, মেহেরবানি করে আপনারা অবরোধ পালন করুন। কিছু দিনের জন্য গাড়ি বের করবেন না। রাস্তায় দাঁড়িয়ে এই সরকারের বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করুন। আমাদের কর্মসূচিতে যোগদান করুন। ইনশাআল্লাহ বিজয় আসবে।

বিভি/এজেড

মন্তব্য করুন: