১৪ দলের যোগ্য প্রার্থীদের ছাড় দেবে আওয়ামী লীগ: ওবায়দুল কাদের

আগামী নির্বাচনে ভোটারদের উপস্থিতি নিয়ে আওয়ামী লীগ চিন্তিত নয় বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি-জামায়াত নাশকতা আর ভয়ভীতি দেখিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা দিলে জনগণই প্রতিহত করবে। ওবায়দুল কাদের বলেন, ১৪ দলের যোগ্য প্রার্থীদের ছাড় দেবে আওয়ামী লীগ। বিষয়টি সন্ধ্যায় গণভবনের বৈঠকে চূড়ান্ত হবে।
সোমবার (৪ ডিসেম্বর) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে নিয়মিত ব্রিফিংয়ে অংশ নেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি জানান, ৭ জানুয়ারির নির্বাচন নিয়ে এর মধ্যে গণজাগরণ সৃষ্টি হয়েছে। কোনভাবেই তা বন্ধ করা সম্ভব নয়।
আওয়ামী লীগের মনোনীত যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে, তারা চাইলে আপিল করতে পারবে জানিয়ে, ওবায়দুল কাদের বলেন, সেক্ষেত্রে আওয়ামী লীগ কোনো হস্তক্ষেপ করবে না।
তিনি বলেন, নির্বাচিত সরকার নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে এটাই তাদের প্রতিজ্ঞা। ১৪ দলের আসন ভাগাভাগি প্রসঙ্গে তিনি বলেন, যোগ্য প্রার্থীকে ছাড় দেয়া হবে।
তিনি বলেন, ১০ ডিসেম্বর মানবাধিকার দিবস উপলক্ষে সমাবেশ করতে নির্বাচন কমিশনের কাছে চিঠি দেয়া হয়েছে। বিএনপির সঙ্গে পাল্টাপাল্টি কোন সমাবেশ নয় বলেও মন্তব্য করেন।
বিভি/এজেড
মন্তব্য করুন: