• NEWS PORTAL

  • সোমবার, ১২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মির্জা ফখরুলের জামিন আবেদনের শুনানি বৃহস্পতিবার

প্রকাশিত: ১৪:২০, ৪ ডিসেম্বর ২০২৩

আপডেট: ১৪:২১, ৪ ডিসেম্বর ২০২৩

ফন্ট সাইজ
মির্জা ফখরুলের জামিন আবেদনের শুনানি বৃহস্পতিবার

প্রধান বিচারপতির বাসায় হামলার ঘটনায় রমনা থানার মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদনের ওপর আগামী বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) শুনানির দিন ধার্য্য করেছেন হাইকোর্ট। বিচারপতি মো. সেলিম ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার (৪ ডিসেম্বর) শুনানির এই দিন ধার্য করেন।

আদালতে মির্জা ফখরুলের জামিন দ্রুত শুনানির আবেদন জানান জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীনসহ বিএনপির আইনজীবীরা। 

গত ২২ নভেম্বর ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক এই মামলায় মির্জা ফখরুলের জামিন আবেদন নামঞ্জুর করে আদেশ দিয়েছিলেন। এরপর জামিন চেয়ে গতকাল রবিবার হাইকোর্টে আবেদন করেন মির্জা ফখরুল।

গত ২৯ অক্টোবর রমনা মডেল থানায় মামলাটি করা হয়। প্রধান বিচারপতির বাসভবনের ফটক ভেঙে ইটপাটকেল নিক্ষেপের অভিযোগে করা এই মামলায় ২৯ অক্টোবরই গ্রেপ্তার হন মির্জা ফখরুল। 

বিভি/রিসি

মন্তব্য করুন: