• NEWS PORTAL

শনিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৪

অবরোধের আগেরদিন সন্ধ্যায় রাজধানীতে বিএনপির মিছিল

প্রকাশিত: ২৩:৩৫, ৫ ডিসেম্বর ২০২৩

ফন্ট সাইজ
অবরোধের আগেরদিন সন্ধ্যায় রাজধানীতে বিএনপির মিছিল

ফাইল ছবি

দেশব্যাপী ৪৮ ঘণ্টা অবরোধের আগের দিন সন্ধ্যায় রাজধানীতে মিছিল করেছেন দলটির নেতা-কর্মীরা। সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে বিএনপি দশম দফায় ডাকে অবরোধ। আগামীকাল বুধবার (৬ ডিসেম্বর) থেকে শুরু হবে এই কর্মসূচি।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে কুড়িল বিশ্বরোড এলাকায় এই মিছিল বের করা হয়।

এসময় মিছিলে উপস্থিত ছিলেন- বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহযুববিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সদস্য সচিব এজিএম শামসুল হক, ছাত্রদলের সাবেক সহসভাপতি ওমর ফারুক কাওসার, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সভাপতি জসিম সিকদার রানা, ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি মাহবুব মিয়া, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শরীফ প্রধান শুভ, ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল আল হামিদ নিরব, ঢাবির সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ হাসান হৃদয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দপ্তর সম্পাদক সাখাওয়াতুল ইসলাম খান পরাগ, যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, সমাজসেবা সম্পাদক রবিন মিয়া শাওন, সহসাংগঠনিক সম্পাদক নাইমুর রহমান দুর্জয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক মেহেদীসহ অনেকে।

বিভি/টিটি

মন্তব্য করুন: