জাতীয় পার্টি সম্পর্কে মানুষের মনোভাব ভালো না: জি এম কাদের

ফাইল ছবি
জাতীয় পার্টি সম্পর্কে মানুষের মনোভাব ভালো নয়। এমনটিই মনে করেন খোদ দলের চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা জিএম কাদের। তিনি বলেন, জাপা নিয়ন্ত্রিত দল- এটি আংশিক সত্য।
বনানী কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, নিজেরা সংশোধন না হলে অস্তিত্ব সংকটে পড়বে জাতীয় পার্টি।
অনুষ্ঠানে জিএম কাদের স্বীকার করেন, বিভিন্ন সময়ে নিয়ন্ত্রিত হয়েছে জাতীয় পার্টি। তবে এটি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে তাদের দল। দাবি করেন, এবারের নির্বাচনে প্রকৃতপক্ষে কোনো আসনে জাতীয় পার্টিকে ছাড় দেয়নি আওয়ামী লীগ। বরং এ বিষয়ে মানুষকে বিভ্রান্ত করা হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে দলের মহাসচিব, মুজিবুল হক চুন্নু অভিযোগ করেন, দলের কিছু নেতাকে ম্যানেজ করে জাতীয় পার্টিতে ভাঙন ধরাতে চায় বিএনপি। এবারের সংসদে মাত্র ১১ জন প্রতিনিধিত্ব করলেও তারা দেখিয়ে দেবে- বিরোধী দল কাকে বলে।
বিভি/টিটি
মন্তব্য করুন: