বিএনপিকে নিষিদ্ধ করার চিন্তা আ.লীগের নেই: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে অনেকেই চিহ্নিত করেছে, তবে তাদেরকে নিষিদ্ধ করার চিন্তা আওয়ামী লীগের নেই।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
- আরও পড়ুন:
গুম-খুনের তথ্য নিয়ে মিথ্যাচার করছে বিএনপি: ওবায়দুল কাদের
বিএনপির কার্যক্রম এখন, নেই কাজ, তো খই ভাজার মতো: ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের বলেন, বিএনপি সন্ত্রাসী দল- এটা কানাডার আদালতই বলেছে। আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটি যুক্তরাষ্ট্রে তারেক জিয়ার প্রবেশ নিষিদ্ধ করেছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আদালত স্বাধীনভাবে কাজ করছে। আদালত জামিন দিয়েছে। কাউকে জামিন দেওয়ার অর্থ এই নয়, তিনি অপরাধ থেকে সম্পূর্ণ মুক্ত।
বিএনপি মহাসচিবের জামিনে মুক্তির পর বিএনপির আন্দোলন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তাদের আন্দোলন বেগবান হতে হতে পতন হয়ে যাবে। বিএনপিকে ডামি দল বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
বিভি/রিসি
মন্তব্য করুন: