নিজেদের মতো করে প্রশাসন সাজিয়েছে সরকার: রিজভী
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তিতে চলমান আন্দোলনে নতুন মাত্রা পাবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। অভিযোগ করেন, ক্ষমতা হারানোর ভয়ে মির্জা ফখরুলকে কারাগারে দিয়েছে সরকার।
রিজভী বলেন, ক্ষমতার জোরে নানাভাবে বিরোধী দলের উপর হুঙ্কার দিচ্ছে সরকার। নিজেদের মতো করে প্রশাসন সাজিয়েছে তারা। এই প্রশাসনকে ব্যবহার করেই বিরোধী দল দমন করছে ক্ষমতাসীনরা।
- আরও পড়ুন:
খালেদা জিয়ার ১১ মামলায় হাজিরা ২২ এপ্রিল
বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব বলেন, সারাদেশে প্রতিনিয়ত নৈরাজ্য চালাচ্ছে আওয়ামী লীগ। তৃণমূল থেকে বিরোধীদল নিশ্চিহ্ন করতে এমনটা করছে তারা। ২৮ অক্টোবরের ঘটনার পর কারাগারে বিরোধী দলের ১৫জন নেতাকর্মী মারা গেছে বলেও দাবি করেন রিজভী।
বিভি/রিসি
মন্তব্য করুন: