• NEWS PORTAL

  • শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

বিএনপিকে আরো খেসারতের হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের

প্রকাশিত: ১৪:১৪, ২৬ ফেব্রুয়ারি ২০২৪

ফন্ট সাইজ
বিএনপিকে আরো খেসারতের হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি জনগণের কাছে না গিয়ে বিদেশিদের কাছে নালিশ করতে বেশি অভ্যস্ত, এ জন্য তাদের আরো খেসারত  দিতে হবে।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ফেনীর দাগনভূঞার জিরো পয়েন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, অচিরেই বিএনপি টের পাবে রাজনীতিতে কতোটা সংকুচিত হয়ে গেছে তারা। 

নির্বাচন ভন্ডুল করতে দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র হয়েছিল মন্তব্য করে ওবায়দুল বলেন- বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাউকে ভয় করেননি। সাহস নিয়ে দৃঢ়তার সাথে তিনি চক্রান্ত মোকাবিলা করেছেন। বিশ্বে দীর্ঘস্থায়ী নারী প্রধানমন্ত্রী হিসেবে নিজেকে অনন্য উচ্চতায় নিয়েছেন। 

সেতুমন্ত্রী বলেন, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ছয়লেনে উন্নীত করা হবে। এর দুই পাশে দুটি সার্ভিস লেন হবে। অদূর ভবিষ্যতে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে উন্নীত করার বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে। 

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2