আন্দোলনে ব্যর্থ হয়ে নতুন ষড়যন্ত্রে বিএনপি: নানক

বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, জনগণকে নিয়ে আন্দোলন করতে ব্যর্থ হয়ে বিএনপি আবার নতুন করে ষড়যন্ত্র করছে। বৃহস্পতিবার (১৩ জুন) রাজধানীর তেজাগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
বলেন, মির্জা ফখরুল বলেছেন সরকার বিএনপির প্রধান শত্রু। মির্জা ফখরুল ঠিকই বলেছেন মন্তব্য করে তিনি বলেন, সরকার উন্নয়ন করেছে বলেই তারা উৎখাত করতে চায়। নেতাকর্মীদের সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
আওয়ামী লীগ লক্ষ্য বাস্তবায়নে অবিচল জানিয়ে জাহাঙ্গীর কবির নানক বলেন, দুর্নীত যেই করুক শেখ হাসিনা ছাড় দেবেন না। এসময় দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করতে হবে বলে মন্তব্য করেন তিনি। বলেন, কোনো দুর্নীতিবাজের বিচার বিএনপি করেছে বলে কোনো উদাহরণ নাই। বরং হাজার হাজার কোটি টাকা পাচার করে তারেক রহমান লন্ডনে বিলাসবহুল জীবন যাপন করছে বলে উল্লেখ করেন তিনি।
বিভি/রিসি
মন্তব্য করুন: