রাশিয়ার রাষ্ট্রদূতকে জামায়াত আমীরের শুভেচ্ছাবার্তা

রাশিয়ার রাষ্ট্রদূতকে জামায়াত আমীরের পক্ষ থেকে শুভেচ্ছাবার্তা প্রদান
রাশিয়ান ফেডারেশনের জাতীয় দিবস উপলক্ষে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি. খোজিনকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
রাষ্ট্রদূতের আমন্ত্রণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে ২ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল রবিবার (১১ মে) সন্ধ্যায় হোটেল লা মেরিডিয়ান-এ আয়োজিত অনুষ্ঠানে যোগদান করেন।
এ সময় ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের রাশিয়ার রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ করে রাশিয়ার জাতীয় দিবস উপলক্ষে জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে একটি শুভেচ্ছা বার্তা হস্তান্তর করেন।
প্রতিনিধি দলের অপর সদস্য হলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ।
বিভি/এমআরএস/এজেড
মন্তব্য করুন: