• NEWS PORTAL

  • শনিবার, ০২ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ঢাকাসহ চার মহানগর ও যুবদলের কমিটি ভেঙে দেয়া হয়েছে: মির্জা ফখরুল

প্রকাশিত: ০০:২৪, ১৫ জুন ২০২৪

ফন্ট সাইজ
ঢাকাসহ চার মহানগর ও যুবদলের কমিটি ভেঙে দেয়া হয়েছে: মির্জা ফখরুল

ছবি: মির্জা ফখরুল

দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ হওয়ায় ঢাকা মহানগরসহ চারটি মহানগর ও যুবদলের কমিটি ভেঙ্গে দেয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখা, ত্যাগী, যোগ্য তরুণ নেতৃত্ব দিয়ে ঢেলে সাজানো হবে ঢাকা মহানগরসহ ভেঙ্গে দেয়া কমিটিগুলো। তবে বছর খানেকের মধ্যেই কেন্দ্রীয় কাউন্সিল হবে বলে জানান মির্জা ফখরুল। 

বৃহস্পতিবার গভীর রাতে ভেঙ্গে দেয়া হয় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, চট্টগ্রাম, বরিশাল মহানগর বিএনপির কমিটি। একই সাথে ছাত্রদলের ঢাকা মহানগরের চার কমিটি এবং জাতীয়তাবাদী যুবদলের কমিটিও ভেঙ্গে দেয়া হয়েছে। 

বিগত সময়ে আন্দোলন সংগ্রামে মহানগর এবং অঙ্গ-সংগঠনগুলো কতটা ভুমিকা রাখতে পেরেছে তা নিয়ে নেতাকর্মীদের মধ্যে ছিল নানা সমালোচনা। দলকে গতিশীল করতে অবশেষে কমিটি ভেঙ্গে নতুন করে কমিটি করার এ সিদ্ধান্ত।  দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দল ঢেলে সাজানো একটি চলমান প্রক্রিয়া। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই কমিটিগুলো ভেঙ্গে দেয়া হয়েছে।

বেশ কয়েকজন সদস্য মৃত্যুবরণ করায় দীর্ঘদিন ধরেই দলের স্থায়ী কমিটির অনেকগুলো পদ শূন্য। এসব শূন্য পদ পূরন করা হবে কিনা এমন প্রশ্নে বিএনপির মহাসচিব বলেন, এটা দলের হাই কমান্ডের সিদ্ধান্তের ব্যাপার। তবে দলের কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠানের চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানান তিনি।

বিভি/এমআর

মন্তব্য করুন: