নির্বাচনের পরিবেশ সৃষ্টি না করে নির্বাচন হতে পারে না: নুর

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, নির্বাচন নিয়ে তাড়াহুড়া নেই, আগে সংস্কার এরপর নির্বাচন। নির্বাচনের পরিবেশ সৃষ্টি না করে নির্বাচন হতে পারে না।
জুলাই অভ্যুত্থানে বার্ষিকী উপলক্ষে শুক্রবার (১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা মহানগর উত্তর গণ অধিকার পরিষদ আয়োজিত গণসমাবেশে নুরুল হক নুর একথা বলেন।
আগামীতে যাতে কেউ ফ্যাসিবাদী হতে না পারে, সে জন্য দল মতের উর্ধ্বে সবাই মিলে তাদের বিতাড়িত করতে হবে। তিনি বলেন, গণ অভ্যুত্থানের পর এই কয়েক মাসে দেখা গেছে অনেকের পেট এরইমধ্যে মোটা হয়ে গেছে। অন্তবর্তীকালীন সরকারের ১১ মাসে শিক্ষা ব্যবস্থা নিয়ে কোন পদক্ষেপ দেখা যায় নাই। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে মানুষের যে আশা ছিল, তা পূরণ হচ্ছে না।
নুরুল হক নুর বলেন, ৫ আগস্টের আগেই জুলাই সনদ প্রকাশ করতে হবে।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: