ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক সৃষ্টি করে দেশের ক্ষতি চায় বিএনপি: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভারতের সাথে বৈরিতা তৈরি করে বিএনপি বারবার দেশের ক্ষতি করেছে। জাতীয় স্বার্থ বিকিয়ে নয়, পারস্পরিক সম্মান, সুসম্পর্কের দ্বারা আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করে আওয়ামী লীগ। ওবায়দুল কাদের বলেন, বেগম জিয়ার মত ভারতে গিয়ে আওয়ামী লীগ দেশের স্বার্থের কথা ভুলে যায় না।
বৃহস্পতিবার (২০ জুন) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু এভিনিউ এ মহানগর ও দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সাথে বৈঠক করেন দলের কেন্দ্রীয় নেতারা। এর আগে দলের হীরকজয়ন্তী উপলক্ষে শোভাযাত্রা, নাগরিক সমাবেশ, দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযানসহ নানা কর্মসূচি ঘোষণা করেন দলেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
প্রধানমন্ত্রী আসন্ন ভারত সফর নিয়ে বিএনপির সমালোচনার জবাব দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
এছাড়া ক্ষমতায় থাকতে ভারতের সাথে দ্বিপাক্ষিক ক্ষেত্রে দেশের স্বার্থ রক্ষায় বিএনপির ব্যর্থতার কথা স্মরণ করিয়ে দেন ওবায়দুল কাদের।
সিলেটে পানিবন্দি মানুষের সাহায্যে সরকারের ত্রাণ তৎপরতার কথা জানিয়ে, দুর্গত মানুষের পাশে দাঁড়াতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বিভি/রিসি
মন্তব্য করুন: