সমমনা তিন দল ও জোটের সঙ্গে বিএনপির বৈঠক

ছবি: বৈঠক শেষে প্রেস ব্রিফিং করছেন নজরুল ইসলাম খান
সমমনা তিনটি দল ও জোটগুলোর সঙ্গে বৈঠক করেছে বিএনপি। শুক্রবার (১২ জুলাই) রাজধানীর গুলশান কার্যালয়ে এলডিপি, জাতীয়তাবাদী সমমনা জোট ও বাংলাদেশ লেবার পার্টির লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠক করে দলটি। মূলত যুগপৎ আন্দোলনের কর্মসূচি ঠিক করতেই বৈঠকটি করে বিএনপি।
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দেশে গণতন্ত্র নেই। গণতন্ত্র পুনরুদ্ধারে যে একদফা আন্দোলন, মূলত সেই আন্দোলনেই আমরা আছি। এর অংশ হিসাবে আমরা দেশনেত্রীর মুক্তি চাই। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতির অবসান চাই। আমরা আন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করবো।
লিয়াজোঁ কমিটির বৈঠকে বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহাজাহান ও আবদুল আউয়াল মিন্টু। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার পার্টির পক্ষে দলটির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ভাইস চেয়ারম্যান এসএম ইউসুফ আলী, লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির প্রেসিডিয়াম সদস্য নুরুল আলম তালুকদার, ড. নেয়ামূল বশির, জাগপা (একাংশ) খন্দকার লুৎফর রহমান, গণদলের এটিএম গোলাম মাওলা চৌধুরী, বাংলাদেশ ন্যাপের এমএন শাওন সাদেকী, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির কারি মো. আবু তাহের, বাংলাদেশের সাম্যবাদী দলের কমরেড ডা. সৈয়দ নুরুল ইসলাম প্রমুখ।
শনিবার (১৩ জুলাই) ১২ দলীয় জোটসহ আরও কয়েকটি সমমনা দলের সঙ্গে বৈঠক করবে বিএনপি।
বিভি/এমআর
মন্তব্য করুন: