শেখ হাসিনার সরকার হিন্দু-মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করে রেখেছিলো: রিজভী

ছবি: রুহুল কবির রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিগত বছরগুলোতে হিন্দু, মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করে রেখেছিলো ফ্যাসিবাদি শেখ হাসিনার সরকার।
শনিবার সন্ধ্যায় শ্রীনগর উপজেলার শ্রীনগর সার্বজনীন কালীমন্দিরে পূজা উদযাপন পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, সাবেক সরকার হিন্দু সম্প্রদায়ের লোকজনদের বোঝাতো আওয়ামী লীগ ছাড়া অন্য কোন দল ক্ষমতায় এলে হিন্দুরা নিরাপদে থাকবে না, তাদের বাড়ি-ঘর ও সম্পদ দখল হয়ে যাবে। প্রকৃতপক্ষে বিগত বছরগুলোতে আওয়ামী লীগের লোকজনই হিন্দুদের জায়গা দখল করেছিলো।
তিনি আরো বলেন, ওই সরকারের মন্ত্রী, সংসদ সদস্যরা বলেছিলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থেকে চলে গেলে, লাখো লোক মারা যাবে। কিন্তু ৫ই আগস্ট সরকারের পতনের পর থেকে কোন লোক মারা যায়নি।
বিভি/এআই
মন্তব্য করুন: