• NEWS PORTAL

  • সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ ৪ দিনের রিমান্ডে

প্রকাশিত: ২০:০২, ৩০ অক্টোবর ২০২৪

আপডেট: ২০:০৩, ৩০ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ ৪ দিনের রিমান্ডে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় উত্তরা পশ্চিম থানাধীন এলাকায় বাসচালক আলমগীর হোসেন হত্যা মামলায় গ্রেফতার আওয়ামী লীগ সরকারের সাবেক কৃষিমন্ত্রী, সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদের ৪ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 

বুধবার (৩০ অক্টোবর) মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক আব্দুল হালিম আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এদিকে, আসামিপক্ষে আইনজীবী শ্রী প্রাণ নাথ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করে জামিনের বিরোধিতা করেন।

উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম মো. শরীফুর রহমান জামিনের আবেদন নামঞ্জুর করে চার দিনের রিমান্ডের আদেশ দেন। গত ২৯ অক্টোবর রাত সাড়ে ১১টায় উত্তরা পশ্চিম থানা পুলিশ উত্তরা ১০ নম্বর সেক্টরে নিজ বাড়ি থেকে তাকে আটক করে।

মামলার অভিযোগে বলা হয়, গত ৫ আগস্ট রায়দা বাসের চালক আলমগীর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন। পরে রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন এলাকায় তিনি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। পরদিন ৬ আগস্ট তাকে নোয়াখালী নিজের বাড়িতে তাকে দাফন করা হয়।

এ ঘটনায় গত ৬ অক্টোবর নিহতের বাবা বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৮৮ জনকে আসামি করে উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করেন। এই মামলার আব্দুস শহীদ ২৪৬ নং এজাহারনামীয় আসামি। 

আব্দুস শহীদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) থেকে নির্বাচিত হয়েছিলেন। তিনি এই আসন থেকে টানা সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ১৯৭৩ সালে মৌলভীবাজারের কমলগঞ্জ গণমহাবিদ্যালয়ে যোগদান করে শিক্ষকতা পেশা শুরু করেন আব্দুস শহীদ। তিনি বঙ্গবন্ধু শিশু অ্যাকাডেমি কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য।
 

বিভি/টিটি

মন্তব্য করুন: