• NEWS PORTAL

  • বুধবার, ২১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আওয়ামী লীগের রাজনীতি নিয়ে বক্তব্য: স্পষ্ট বার্তা দিলেন হাসনাত

প্রকাশিত: ১২:৫৭, ১৯ নভেম্বর ২০২৪

ফন্ট সাইজ
আওয়ামী লীগের রাজনীতি নিয়ে বক্তব্য: স্পষ্ট বার্তা দিলেন হাসনাত

হাসনাত আবদুল্লাহ

রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগ নিয়ে নানান আলোচনা চলছে। কেউ দলটি নিষিদ্ধ করতে চায় আবার কেউ নিষিদ্ধে আপত্তি তুলছে। কেউবা বলছে আওয়ামী লীগকে রেখে নির্বাচন করতে, কেউ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ চাচ্ছেন। এসবের ভিড়ে স্পষ্ট বার্তা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।

মঙ্গলবার (১৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক একাউন্টে হাসনাত লিখেছেন, ছেলেদের রক্তের ওপর পা রেখে দিল্লিকে কিবলা বানিয়ে ক্ষমতার মসনদে যাওয়ার আকাঙ্ক্ষা জনগণের মুক্তির নিয়তের সঙ্গে বিশ্বাসঘাতকতা। আওয়ামী পুনর্বাসনের জন্য যারা উদ্যোগ নেবে, তাদেরকে ইতিহাস গণশত্রু হিসেবে চিহ্নিত করবে।

তিনি আরও লিখেছেন, জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে যারা ধারন করে, যারা গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চায়,তারা ২৪ পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবি ছাড়া আওয়ামী লীগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আর কোনো দ্বিতীয় বক্তব্য দিতে পারে না।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2