• NEWS PORTAL

  • বুধবার, ২১ মে ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

যে দাবিতে আজ বিক্ষোভ কর্মসূচি পালন করবে এনসিপি

প্রকাশিত: ১০:১৫, ২১ মে ২০২৫

ফন্ট সাইজ
যে দাবিতে আজ বিক্ষোভ কর্মসূচি পালন করবে এনসিপি

সংস্কার কমিশনের সুপারিশ আমলে নিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। বুধবার (২১ মে) বেলা ১১টায় এই কর্মসূচি পালন করার কথা।

এর আগে মঙ্গলবার রাতে জরুরি সংবাদ সম্মেলনে দলটির সদস্য সচিব আক্তার হোসেন জানান, ২০২০ সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে বর্তমান জটিল পরিস্থিতির জন্য নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট ভূমিকাই দায়ী।

এসময় নির্বাচন কমিশনকে ত্রুটিপূর্ণ মন্তব্য করে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দেশের বর্তমান সংকট থেকে উত্তরণে স্থানীয় সরকার নির্বাচনের বিকল্প নেই। জাতীয় নির্বাচন ও গণপরিষদ নির্বাচনের তারিখ ঘোষণার পর স্থানীয় সরকার নির্বাচন দেয়ার দাবিও জানান তিনি।

তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন একটি দলের ও প্রার্থীর পক্ষ নিচ্ছে। বিএনপির কাছ থেকে যতটুকু ম্যাচিউরিটি দরকার তা পাওয়া যাচ্ছে না বলেও তারা মন্তব্য করেন। নির্বাচন কমিশনের সামনের বিক্ষোভ কোন পাল্টা কর্মসূচি নয় বরং গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তরণ ও শক্তিশালীকরণ বলেও জানান এনসিপি নেতারা। 

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2