• NEWS PORTAL

  • শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫

স্বৈরাচারের রাজনীতি করার অধিকার প্রশ্নে যা বললেন ইঞ্জি. ইশরাক

প্রকাশিত: ২২:০৪, ৭ ডিসেম্বর ২০২৪

আপডেট: ২২:০৮, ৭ ডিসেম্বর ২০২৪

ফন্ট সাইজ
স্বৈরাচারের রাজনীতি করার অধিকার প্রশ্নে যা বললেন ইঞ্জি. ইশরাক

ছবি: বক্তব্য রাখছেন ইঞ্জি. ইশরাক হোসেন

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, স্বৈরাচারী সরকারের পতন হলেও বিদেশ থেকে তাদের নেত্রীর নির্দেশনা অনুযায়ী বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। যে দলের নেত্রী, যে দলের নেতাকর্মীরা বিদেশের মাটিতে বসে নিজ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারা এই দেশের মাটিতে রাজনীতি করার অধিকার রাখে কি না, সেই প্রশ্ন তোলার এখন সময় এসেছে।

শনিবার (৭ ডিসেম্বর) বিকালে নরসিংদীর রায়পুরা আর কে আর এম উচ্চ বিদ্যালয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইঞ্জি. ইশরাক হোসেন। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল।

এসময় ইশরাক হোসেন আরও বলেন, জুলাই-এর ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার সরকারের নির্দেশে ৩৬ দিনে প্রায় ২ হাজার মানুষকে হত্যা করা হয়েছে। সেই গণহত্যাকারীদের অবিলম্বে বিচারের আওতায় নিয়ে আসতে হবে।

তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে এই নরসিংদীর মানুষ অগ্রণী ভূমিকা রেখেছেন। আমার বাবা মুক্তিযুদ্ধকালীন সময়ে এই নরসিংদীতে ঘাটি করেছিলেন। জুলাই বিপ্লবেও বাকস্বাধীনতা ফিরিয়ে আনার আন্দোলনে এই নরসিংদীবাসী অকাতরে প্রাণ বিলিয়ে দিয়েছে।

বিএনপির এই নেতা বলেন, তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশবাসীকে ঐক্যবদ্ধ করেছি। বিএনপিকে সামনে আরও বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। আমাদের প্রত্যাশা,  একটি নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা লাভ করবে। বিএনপির সকল নেতাকর্মীদের উদ্দেশ করে ইঞ্জি. ইশরাক বলেন, আমাদের অত্যন্ত দায়িত্বশীল আচরণ করতে হবে, যাতে জনগণ কোন কারণে মনঃক্ষুণ্ন না হয়।

রায়পুরা পৌরসভা বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ব্রাদার্স ইউনিয়নের সভাপতি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। খেলা উদ্বোধন করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন শ্যামল।

এসময় আরও উপস্থিত ছিলেন- রায়পুরা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফাইজুর রহমান, রায়পুরার পৌরসভার সাবেক মেয়র আব্দুল কুদ্দুছ, পৌর বিএনপির সহ-সভাপতি মো. ইকবাল হোসেন রিয়াজ ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ প্রমুখ।

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2