যে কারণে জামায়াতের জোটের সংবাদ সম্মেলনে যোগ দেয়নি এনসিপি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের সংবাদ সম্মেলনে যোগ দেয়নি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রবিবার (২৮ ডিসেম্বর) বিকাল ৫টায় জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, সম্প্রতি এনসিপির সঙ্গে জোট সংক্রান্ত আলোচনার কাজ শেষ হয়েছে, তবে দলটির কেউ সংবাদ সম্মেলনে উপস্থিত হতে পারেননি। এনসিপি নিজস্বভাবে আলোচনা করে পরে সংবাদ সম্মেলন করার পরিকল্পনা নিয়েছে।
এ জোটে পূর্বে থাকা আট দল হলো– বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।
এনসিপি সাংবাদিকদের কাছে বিস্তারিত কোনো বক্তব্য না দেওয়ায় জোটের সংবাদ সম্মেলনে তাদের অংশগ্রহণ হয়নি।
বিভি/টিটি




মন্তব্য করুন: