• NEWS PORTAL

  • রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫

বিএনপির বিবৃতির পর জামিন পেলেন তারেক রহমানকে কটূক্তি করা সেই শিক্ষক

প্রকাশিত: ১৯:১৪, ২৮ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৯:১৫, ২৮ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
বিএনপির বিবৃতির পর জামিন পেলেন তারেক রহমানকে কটূক্তি করা সেই শিক্ষক

ঢাকার গাবতলী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উপাধ্যক্ষ কে এম শহিদুল ইসলাম, যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কটূক্তি করায় আটক হয়েছিলেন, তার জামিন মঞ্জুর হয়েছে। 

রবিবার (২৮ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা তার জামিন অনুমোদন দেন। প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক স্বপন এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ২৭ ডিসেম্বর সকালে শহিদুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের সময় দূর থেকে তারেক রহমানকে উদ্দেশ্য করে কটূক্তি করছিলেন। উপস্থিত বিএনপি নেতা-কর্মীরা তাকে আটক করে শাহবাগ থানায় হস্তান্তর করেন। পরে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখানো হয় এবং আদালতে পাঠানো হয়।

শহিদুল ইসলামের মুক্তির ক্ষেত্রে দলের পদক্ষেপও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাতেই বিএনপির পক্ষ থেকে বিবৃতি দিয়ে শিক্ষকের নিঃশর্ত মুক্তি দাবি করা হয়। বিবৃতিতে বলা হয়, একটি গণতান্ত্রিক দেশে মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে এবং সেই স্বাধীনতার জন্যই লড়াই করছে দল। মতপ্রকাশের কারণে কারও গ্রেফতার বা কারাগারে পাঠানো গ্রহণযোগ্য নয়।

জামিন মঞ্জুর হওয়ায় শহিদুল ইসলাম আজই কারাগার থেকে মুক্তি পেতে পারেন।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2