• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

আগরতলা অভিমুখে বিএনপির তিন অঙ্গসংগঠনের লংমার্চ বুধবার

প্রকাশিত: ১৫:২৩, ৯ ডিসেম্বর ২০২৪

ফন্ট সাইজ
আগরতলা অভিমুখে বিএনপির তিন অঙ্গসংগঠনের লংমার্চ বুধবার

ছবি: ফাইল ফটো

ঢাকা থেকে আগরতলা অভিমুখে ‘লং মার্চে’র কর্মসূচি ঘোষণা করেছে, বিএনপির তিন সহযোগী সংগঠন। জাতীয়তাবাদী যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আগামী বুধবার (১১ ডিসেম্বর) এই কর্মসূচি পালন করবে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে যুবদলের সভাপতি এম মোনায়েম মুন্না এই কর্মসূচি ঘোষণা করেন। 

তিনি বলেন, ভারতীয় আগ্রাসন ও বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা তথ্য সন্ত্রাসের প্রতিবাদে আগামী ১১ ডিসেম্বর বুধ্বার ঢাকা থেকে আগরতলা অভিমুখে আখাউড়া সীমান্ত পর্যন্ত লং মার্চের কর্মসূচি পালিত হবে। সেদিন সকাল আটটায় নয়া পল্টনে জমায়েত হয়ে শান্তিপূর্ণ লং মার্চ শুরু হবে।

গত রবিবার এই তিন সংগঠন ঢাকার বারিধারায় ভারতীয় হাইকমিশন অভিমুখে প্রতিবাদী পদযাত্রা কর্মসূচি করে। ভারতে বাংলাদেশ মিশনে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা, ভারতের মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে চলমান তথ্য সন্ত্রাস এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ থেকে বিরত থাকার দাবিতে আগরতলা অভিমুখে এই লংমার্চ। 

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2