ফারুক হাসানকে দেখতে হাসপাতালে আমীর খসরু
ছবি: ফারুক হাসানকে দেখতে হাসপাতালে আমীর খসরু
গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসানকে দেখতে হাসপাতালে গেছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার (১০ জানুয়ারি) বিকাল ৪.৩০ টায় বিএসএমএমইউতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন, ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাৎ হোসেন সেলিম, সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা।
এসময় সাংবাদিক সাথে আলাপকালে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘ফারুক হাসানের উপর হামলা অত্যন্ত নিন্দনীয়, আরও নিন্দনীয় আসামিদের জামিন পাওয়া। ঘটনার পেছনে কারা আছে, সরকারের উচিত তা খতিয়ে দেখা। ফারুক হাসানের প্রতি দলের পক্ষ থেকে সহমর্মিতা প্রকাশ করছি।’
এসময় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বলেন, হাসিনার আমলে আমরা হামলার শিকার হয়েছি, বিচার পাইনি। এখনো যদি হামলার শিকার হই, বিচার না পাই তাহলে কোথায় পরিবর্তন হলো? আমরা এই ঘটনায় সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ ও শারমিন মুর্শিদের আন্তরিকতা ও সহযোগিতা পেয়েছি। কিন্তু এরপরও আসামিদের জামিন করালো কারা? তারা কি সরকারের থেকেও শক্তিশালী। ঘটনার পেছনের রহস্য উদঘাটন করার আগেই আসামিদের জামিন প্রমাণ করে বিচার বিভাগ স্বাধীন হয়নি। হাসিনার আমলের মতো সবকিছু চলছে।
১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাৎ হোসেন সেলিম বলেন, আমরা গণঅধিকার পরিষদের সাথে আছি। ফারুক হাসান আমাদের সহযোদ্ধা, হাসিনার পতনে তিনি ভূমিকা রেখেছেন। তার উপর হামলার বিচার না হওয়া দুঃখজনক।
এসময় ফারুক হাসান বলেন, আসামিদের আমিতো ক্ষমা করিনি। তাহলে বিচারক কিভাবে ক্ষমা করে জামিন দিলেন? আমি আসামিদের গ্রেফতার দাবি করছি। আমার পায়ের লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি হাসপাতালে আর ওরা কিভাবে জামিনে মুক্ত?
বিভি/এমআর
মন্তব্য করুন: