• NEWS PORTAL

  • রবিবার, ০৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ঝালকাঠিতে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত 

প্রকাশিত: ১৯:০৬, ২৫ জানুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
ঝালকাঠিতে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত 

ছবি: নাসিম উদ্দিন আকন

চাঁদাবাজির অভিযোগে ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকনের দলীয় পদ স্থগিত করা হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য। 

এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকনের দলীয় পদ ২৫ জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। তাকে দলীয় কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। দলের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে নাসিম উদ্দিন আকনের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ না করার নির্দেশনা দেওয়া হলো।

এ বিষয়ে নাসিম উদ্দিন আকন গণমাধ্যমকে বলেন, ‘আমাকে শোকজ নোটিশ দেওয়া হয়েছিল। আমি সেটার জবাব দিয়েছি। জেলা বিএনপি থেকে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে আমার পদ স্থগিত করা হয়েছে।’

ঝালকাঠি জেলা বিএনপি আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন গণমাধ্যমকে বলেন, ‘নাসিম উদ্দিন আকনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ হয়। আমরা তাকে শোকজ করেছিলাম। সন্তোষজনক জবাব না পাওয়ায় তার দলীয় পদ স্থগিত করা হয়েছে।’

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2