অবিলম্বে ফ্যাসিস্ট ও তার দোসরদের আইনের আওতায় আনার দাবি রিজভীর

ছবি: রুহুল কবির রিজভী
ছাত্র-জনতার অভ্যুত্থানে নির্বিচারে মানুষ হত্যা হলেও এখনো কেন বিচার হচ্ছে না, প্রশ্ন করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অবিলম্বে ফ্যাসিস্ট ও তার দোসরদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
বুধবার (২৯ জানুয়ারি) আইন-শৃংখলা বাহিনীর গুলিতে মিরপুর-১০ এলাকায় নিহত বিএফ শাহীন কলেজের ছাত্র আহনাফের পরিবারের সদস্যদের সাথে দেখা করে রুহুল কবির রিজভী এ কথা বলেন।
তিনি অভিযোগ করেন, গত ১৭ বছর জনগণের ওপর অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে হাসিনা সরকার। জুলাই-আগষ্ট আন্দোলনে সে নির্যাতনের হাত থেকে রেহাই পায়নি ছাত্র-জনতাসহ সাধারণ মানুষও।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনসহ জনগণকে স্বস্তি দেয়ার মতো পদক্ষেপ নিতে পারছে না সরকার।
বিভি/এআই
মন্তব্য করুন: