• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মতপার্থক্য থাকবে, আলোচনাও চলবে: তারেক রহমান

প্রকাশিত: ১৯:২৮, ২২ মার্চ ২০২৫

ফন্ট সাইজ
মতপার্থক্য থাকবে, আলোচনাও চলবে: তারেক রহমান

ছবি: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মতপার্থক্য থাকবে, আলোচনাও চলবে। কিন্তু স্বৈরাচার যেন আর সুযোগ না পায়, সেই ঐক্য ধরে রাখতে হবে। তিনি বলেন, সংস্কার চলমান প্রক্রিয়া, যা শেষ হয়ে যায় তা সংস্কার নয়।

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে ১২ দলীয় জোট। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

ইফতার পর্ব আলোচনায় তারেক রহমান বলেন, বিএনপি ৩১ দফা উপস্থাপন করেছিলো দেশের মানুষের স্বার্থে। দেশের বিগত ১৫/১৬ বছর ধরে মাফিয়া সরকার দেশ শাসন করে সব কিছু ধ্বংস করেছে।

তিনি বলেন, গণতন্ত্র মানে নির্ভয়ে নির্বাচনে ভোট দেয়া। সেই গণতন্ত্র পুনরুদ্ধারে  নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি করা হচ্ছে। তারেক রহমান আবারো স্মরণ করিয়ে দেন বিএনপির রাজনীতি হচ্ছে দেশ ও দেশের জনগণের কল্যাণ সাধন করা। 

বিভি/এমআর

মন্তব্য করুন: