জাতীয় ঐকমত্য কমিশনে আজ সুপারিশ জমা দেবে বিএনপি

ছবি: সংগৃহীত
জাতীয় ঐকমত্য কমিশনে আজ রবিবার (২৩ মার্চ) সুপারিশ জমা দেবে বিএনপি।
শনিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশে ভবিষ্যতে অনির্বাচিত ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োগের অযৌক্তিক প্রচেষ্টা রয়েছে- যা অনভিপ্রেত।
তিনি বলেন, সুপারিশমালায় সাংবিধানিক কমিশনসহ বিভিন্ন কমিশনের প্রস্তাব করা হয়েছে। এ সমস্ত কমিশনের এখতিয়ার, কর্মকাণ্ডের যে বর্ণনা দেওয়া হয়েছে তাতে মনে করার যথেষ্ট কারণ রয়েছে যে, আইন বিভাগ ও নির্বাহী বিভাগকে যতোটা সম্ভব অবমূল্যায়ন এবং ক্ষমতাহীন করাই এর উদ্দেশ্য।
বিভি/এআই
মন্তব্য করুন: