জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিন: রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘নির্বাচনের তারিখ সুনির্দিষ্ট করে বলুন, জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিন।’
বৃহস্পতিবার (১ মে) দুপুর সাড়ে ১২টায় নগরী সদর রোডের বিএনপির দলীয় কার্যালয় চত্বরে শ্রমিক দিবস উপলক্ষে জেলা ও মহানগর শ্রমিক দলের আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, উসকানি দেওয়া ঠিক হবে না। ফ্যাসিবাদের উত্থান হলে কেউ বাঁচতে পারবে না। বর্তমান সরকারকে জনগণের আকাঙ্খার প্রতিফলন ঘটাতে হবে। রাজনৈতিক দলগুলোর কথা শুনবেন না, এটা হতে পারে না। শুধু উপদেষ্টাদের নিয়ে করিডোর দিতে চাচ্ছেন। দেশের মানুষের ভবিষ্যৎ বিপন্ন হতে পারে, সে ধরনের পদক্ষেপ নেয়া খুবই দুঃখজনক।
সমাবেশ সভাপতিত্ব করেন বরিশাল মহানগর শ্রমিক দলের আহ্বায়ক মোহাম্মদ ফয়েজ আহমেদ খান। বক্তব্য রাখেন, বিএনপির নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদারসহ জেলা ও মহানগর শ্রমিক দলের নেতারা।
বিভি/টিটি
মন্তব্য করুন: