• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

রাজনৈতিক দলকে পাশ কাটিয়ে কিছু করতে চাইলে প্রতিরোধ গড়ব: মির্জা আব্বাস

প্রকাশিত: ১৮:০২, ১ মে ২০২৫

আপডেট: ১৮:০২, ১ মে ২০২৫

ফন্ট সাইজ
রাজনৈতিক দলকে পাশ কাটিয়ে কিছু করতে চাইলে প্রতিরোধ গড়ব: মির্জা আব্বাস

ছবি: সংগৃহীত

রাজনৈতিক দলকে পাশ কাটিয়ে কেউ কিছু করতে চাইলে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বৃহস্পতিবার (১ মে) বিকেলে রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত শ্রমিক দলের সমাবেশে তিনি এই হুঁশিয়ারি দেন।

মির্জা আব্বাস বলেন, বিএনপি হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে। নেতা-কর্মীরা গ্রেফতার হয়েছেন, জেল খেটেছেন। কিছু ছেলেপেলে বলে ১৭ বছর বিএনপি কী করেছে। দলটি ১৭ বছর গাছের তলায় পানি দিয়েছে আর অন্যরা ফল খেয়েছে। তারা বিএনপিকে ক্রেডিট দিতে চায় না।’

ফ্যাসিস্টদের বিরুদ্ধে কথা বলতে বলতে নিজেরাই ফ্যাসিস্ট হচ্ছে কি না, সেদিকে সবাইকে খেয়াল রাখার পরামর্শ দিয়েছেন তিনি।

যে সংস্কার মানুষের কাজে লাগবে, এমন সংস্কার বিএনপি চায় উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, ‘কেউ কারও কথা মানছে না। এই অনৈক্য দেশকে দুর্দিনে নিয়ে যাবে।’

বিএনপির এই নেতা বলেন, ‘বাংলাদেশে একসময় রক্ত গঙ্গা বইবে এমন কাজ মানুষ সহ্য করবে না। মানবিক করিডর দিতে গিয়ে অনেক দেশ ধ্বংসের মুখোমুখি। যেই করিডরে মানুষের ক্ষতি হবে, তার প্রয়োজন নেই। দেশের মানুষ এবং রাজনৈতিক দলকে পাশ কাটিয়ে কেউ কিছু করতে চাইলে, তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।’

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2