আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি, বিচার চাইলেন এনসিপির নেতারা

আওয়ামী লীগের বিচার ও এর রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শুরু হয়েছে। সমাবেশে অংশ নিতে জড়ো হচ্ছেন দলটির নেতাকর্মী ও সমর্থকরা। শুক্রবার (২ মে) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে দলের ঢাকা মহানগর শাখার ব্যানারে এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশ মঞ্চে এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদসহ অন্যান্য নেতাদের দেখা গেছে।
বক্তারা বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনে ‘অবৈধভাবে ক্ষমতা গ্রহণ ও টিকে থাকার’ অভিযোগে সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনতে হবে। আওয়ামী লীগের রাজনৈতিক নিবন্ধন বাতিল করে দল হিসেবে নিষিদ্ধ করতে হবে।
এনসিপির কেন্দ্রীয় নেতা জয়নাল আবেদিন শিশির বলেন, খুনি হাসিনা ও তার সহযোগীদের বিচার অবশ্যই হতে হবে। এনসিপি এ দাবি আদায়ে রাজপথে আছে এবং থাকবে।
সমাবেশে যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত বলেন, আমরা শহীদ ও আহতদের ভাষাকে আমরা জনতার কাছে নিয়ে যেতে চাই। নাগরিক পার্টি বলতে চায় জনতার ওপরে চালানো প্রতিটা বুলেট এর হিসেব হওয়ার পর আওয়ামী লীগ এর প্রসঙ্গ আসবে।
এ সময় বক্তারা আরও বলেন, গত ৫ আগস্ট ‘ছাত্র-জনতার রায়ে’ আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার চলে গেছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঠে নামতে দেওয়া হবে না।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: