• NEWS PORTAL

  • শনিবার, ০৩ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

করিডোর প্রসঙ্গে রাজনৈতিক দলগুলো অপরিপক্ক কথা বলছে: প্রেস সচিব 

প্রকাশিত: ২০:১০, ২ মে ২০২৫

ফন্ট সাইজ
করিডোর প্রসঙ্গে রাজনৈতিক দলগুলো অপরিপক্ক কথা বলছে: প্রেস সচিব 

ছবি: বক্তব্য রাখছেন প্রেস সচিব

মায়ানমারের সাথে করিডোর প্রসঙ্গে রাজনৈতিক দলগুলো অপরিপক্ক কথা বলছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, পুরো প্রক্রিয়াটি জাতিসংঘের নেতৃত্বে হবে। এটা সর্বসম্মতিক্রমে হবে। সিদ্ধান্ত চূড়ান্তের আগে সরকার সবার সাথে কথা বলবে। 

শুক্রবার (২ মে) বিকালে চট্টগ্রাম সার্কিট হাউসে সংবাদ সম্মেলনে করিডোর প্রসঙ্গে তিনি সরকারের অবস্থান স্পষ্ট করেন। এসময় প্রেস সচিব জানান, জাতিসংঘ যদি মানবিক করিডোর করার চিন্তাভাবনা করে তবে সরকার ইচ্ছুক। তবে সেটি জাতিসংঘের নেতৃত্বেই হতে হবে। তার আগে জাতিসংঘকে দুই দেশ ও রাখাইনের অন্য পক্ষগুলোর সাথে কথা বলতে হবে। 

সংবাদ সম্মেলনে প্রেস সচিব চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে ও দেশকে ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করতে বন্দরের টার্মিনাল পরিচালনায় বিশ্বসেরা বিদেশি প্রতিষ্ঠানকে যুক্ত করার কথা বলেন। আগামী সেপ্টেম্বরেই সরকার তা চূড়ান্ত করবে বলেও জানান তিনি।

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2