• NEWS PORTAL

  • রবিবার, ০৪ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনিকে বহিষ্কার করেনি বিএনপি

প্রকাশিত: ১৭:৫৪, ৪ মে ২০২৫

ফন্ট সাইজ
সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনিকে বহিষ্কার করেনি বিএনপি

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনিকে বহিষ্কার করা হয়েছে এমন একটি তথ্য ছড়িয়ে পড়েছে। এ ব্যাপারে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে তাকে বহিষ্কার করা হয়নি। 

রবিবার (৪ মে) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি বিবৃতি থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সেখানে বলা হয়েছে,আমি নিম্ন স্বাক্ষরকারী বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই মর্মে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে, কোন স্বার্থান্বেষী কুচক্রী মহল আমার স্বাক্ষর জাল করে আজ ০৪ মে ২০২৫ তারিখ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি পোষ্ট করে। ফেসবুকে পোষ্টকৃত প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরুপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। 

ভুয়া প্রেস বিজ্ঞপ্তিটিও সেখানে উল্লেখ করা হয়েছে।

উল্লিখিত প্রেস বিজ্ঞপ্তি আমার স্বাক্ষরে বিএনপি'র দফতর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি। এটি সম্পূর্ণরুপে বানোয়াট ও ভুয়া। ফেসবুকে  স্বাক্ষর জাল করে প্রচারিত ভুয়া প্রেস বিজ্ঞপ্তিটির বিষয়ে দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2