হাসনাতের গাড়িতে হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির বিক্ষোভ

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতা-কর্মীরা। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।
রবিবার (৪ মে) রাত ১০টার দিকে রাজধানীর বাংলামোটর থেকে টিএসসির উদ্দেশে মিছিলটি শুরু হয়। এ বিক্ষোভ মিছিলে এনসিপির নেতা-কর্মীরা অংশ নেন।
হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার তাৎক্ষণিক প্রতিক্রিয়া স্বরূপ এনসিপির ঢাকা মহানগর শাখার উদ্যোগে এ বিক্ষোভ করা হয়। এ সময় মিছিলে বিভিন্ন স্লোগান শোনা যায় নেতা-কর্মীদের মুখে।
এর আগে রবিবার (৪ মে) সন্ধ্যায় গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা হয়। এতে আহত হয়েছেন তিনি। তবে এখন শঙ্কামুক্ত রয়েছেন বলেও জানা গেছে।
এ হামলার ঘটনায় সাহায্য চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি লিখেন, ‘হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির গ্লাস ভেঙে গিয়েছে, হাত রক্তাক্ত হয়েছে। আশেপাশে যারা আছেন হাসনাতকে প্রটেক্ট করুন। কমেন্টে লোকেশন দিচ্ছি।’
এ ছাড়া এনসিপি নেতা হান্নান মাসউদও ফেসবুকে লিখেন, গাজীপুরের চান্দনায় হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা হয়েছে। আশপাশে যারা আছেন দ্রুত এগিয়ে আসেন, প্লিজ।
বিভি/টিটি
মন্তব্য করুন: