• NEWS PORTAL

  • সোমবার, ১২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

‘নির্বিচার হত্যার দায়ে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে’

প্রকাশিত: ১৭:০২, ১০ মে ২০২৫

ফন্ট সাইজ
‘নির্বিচার হত্যার দায়ে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে’

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেছেন, পতিত ফ্যাসিস্ট সরকার বাংলাদেশে গত ১৫ বছর যাবত একটা গুম-খুন-হত্যা জনগণের কণ্ঠরোধ, ভোটাধিকার হরণ, দুর্নিতি, লুঠপাঠ, অর্থপাচার এবং সর্বব্যাপী ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছিলো। তারই ধারাবাহিকতায় গত জুলাই আগস্টে আন্দোলনরত ছাত্র-শ্রমিক-জনতার উপর নির্বিচার হত্যাযজ্ঞ চালিয়ে দেড় হাজারের বেশি মানুষকে হত্যা করে এবং হাজার হাজার মানুষ আহত করে।

শনিবার (১১ মে) যৌথ বিবৃতি প্রকাশ করে তারা আরও বলেন, এখনো বহু মানুষ চিরস্থায়ী পঙ্গুত্ববরণ করে জীবন মৃত্যুর সাথে যুদ্ধ করছেন। এরকম অপরাধের সাথে দল হিসেবে যে আওয়ামী লীগ যুক্ত ছিলো তা আমরা দেখেছি এবং জাতিসংঘসহ বিভিন্ন সংস্থার প্রতিবদেনে উঠে এসেছে। আমরা এই সমস্ত কর্মকাণ্ডে যুক্ত সমস্ত রাজনৈতি ব্যক্তিদের যেমন তেমনি রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে যারা শেখ হাসিনা ও আওয়ামী লীগকে এই সমস্ত কর্মকান্ড পরিচালনায় সহায়তা করেছে এবং এসব প্রক্রিয়ায় নেতৃত্ব দিয়েছে তাদেরকেও বিচারের আওতায় আনার দাবি জানাই।

তারা আরও বলেন, আমরা অবিলম্বে এসমস্ত ঘটনার বিচার নিশ্চিত করার পাশাপাশি দল হিসেবে আওয়ামী লীগকেও বিচারের আওতায় আনার জোর দাবি জানাই। আমরা মনে করি এই বিচারিক প্রক্রিয়ার ভিতরে দিয়ে বাংলাদেশে ভবিষ্যত ঠিক হবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: