• NEWS PORTAL

  • বুধবার, ২১ মে ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ইসিতে এনসিপি’র বিক্ষোভ, অবস্থানে মূল ফটক অবরুদ্ধ

প্রকাশিত: ১৩:২২, ২১ মে ২০২৫

আপডেট: ১৩:৪২, ২১ মে ২০২৫

ফন্ট সাইজ
ইসিতে এনসিপি’র বিক্ষোভ, অবস্থানে মূল ফটক অবরুদ্ধ

ছবি: ইসিতে এনসিপির বিক্ষোভ

নির্বাচন কমিশন পুনর্গঠন ও জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি- এনসিপি।

বিক্ষোভের এক পর্যায়ে পুলিশের বেরিকেড ভেঙে নির্বাচন কমিশনের মুল ফটকের সামনে অবস্থান নেয় বিক্ষোভরত এনসিপির নেতা কর্মীরা। তারা মূল ফটকে অবস্থান নিয়েছে। এতে নির্বাচন কমিশন মূল ফটক অবরুদ্ধ হয়ে পড়েছে।

বুধবার (২১ মে) এনসিপির ঢাকা মহানগরের উদ্যোগে আগারগাওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছে দলটি। এসময় উপস্থিত ঢাকার বিভিন্ন থানার প্রতিনিধিরা তাদের বক্তব্যে বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নিয়ে রাজনৈতিক মহলে যে জটিলতা তৈরি হয়েছে তা নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট সিদ্ধান্তের কারণেই হয়েছে।

তারা অভিযোগ করেন, পতিত ফ্যাসিস্ট হাসিনা সরকারের কমিশনের মতই বর্তমান নির্বাচন কমিশন কাজ করছে। তাই সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়নের মধ্য দিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানান তারা। এসময় দক্ষিণ সিটি করপোরেশন অবোরোধ করে আন্দলন করায় বিএনপি নেতা ইশরাক হোসেনের অনুসারিদের সমালোচনা করেন এনসিপির বিভিন্ন থানার প্রতিনিধিরা।

বিভি/এমআর

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2