‘ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ চায় না বিএনপি’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ চায় না বিএনপি। বিএনপি চায় নির্বাচনী রোডম্যাপ। অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস পদত্যাগ করতে চান এমন খবরের প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ি কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, তার পদত্যাগ দাবি করেনি বিএনপি। তিনি যদি পদত্যাগ করতে চান বা দায়িত্ব ছেড়ে দিতে চান সেটি তার ব্যক্তিগত বিষয় হতে পারে। শুক্রবার (২৩ মে) একটি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন সালাহউদ্দিন আহমেদ।
তিনি আরও বলেন, ‘নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না করে যদি তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চান, সেটিও তার ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে। তবে রাষ্ট্র তো বসে থাকবে না। একান্তই যদি তিনি দায়িত্ব পালনে অপারগ হন, তাহলে রাষ্ট্র বিকল্প ব্যবস্থা খুঁজে নেবে। এই পৃথিবীতে কেউই অপরিহার্য নয়।’
সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা এখনো আশা করছি, তিনি তার দায়িত্ব পালনে সচেষ্ট হবেন এবং ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে একটি নিরপেক্ষ, গ্রহণযোগ্য রোডম্যাপ জাতির সামনে উপস্থাপন করবেন।’
বিএনপির আন্দোলনের চাপে ড. ইউনূস পদত্যাগ করতে চেয়েছেন সারজিস আলমের এমন বক্তব্যের জবাবে সালাহউদ্দিন বলেন, বিএনপি ড. ইউনূসের পদত্যাগের জন্য আন্দোলন করেনি, মেয়র হিসেবে রায় প্রাপ্ত হওয়ার পরও ইশরাককে কেনো শপথ পড়ানো হচ্ছে না সেই কারণে আন্দোলন হয়েছে। এ বিষয়টি অন্য দৃষ্টিতে নেওয়ার কিছু নেই। রাস্তায় বিএনপিকে নামতে হলো কেন?
তিনি বলেন, সংস্কার দেড় দুই মাসের মধ্যে করা সম্ভব। সংস্কার, বিচার এবং নির্বাচন একসঙ্গে চলতে পারে। নির্বাচন আয়োজনে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। বরং উনারা দীর্ঘায়িত করার চেষ্টা করছেন।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: