• NEWS PORTAL

  • শনিবার, ২৪ মে ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

পদত্যাগ সমাধান নয়: মজিবুর রহমান মঞ্জু

প্রকাশিত: ২০:৪১, ২৩ মে ২০২৫

আপডেট: ২০:৫৫, ২৩ মে ২০২৫

ফন্ট সাইজ
পদত্যাগ সমাধান নয়: মজিবুর রহমান মঞ্জু

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জন ইস্যুতে আমার বাংলা (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘পদত্যাগ সমাধান নয়। আলাপ-আলোচনার মাধ্যমে সমঝোতামূলক সমাধানে পৌঁছাতে হবে।’ শুক্রবার (২৩ মে) বিকেলে রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন। ‘রাষ্ট্রের সম্ভাব্য রাজনৈতিক সংকট ও জটিল পরিস্থিতি প্রসঙ্গে’ এই জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এবি পার্টির চেয়ারম্যান বলেন, যেসব উপদেষ্টার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এসেছে, তাদের আরও আগে পদত্যাগ করা উচিত ছিল। ড. ইউনূস যেহেতু কঠোর হতে চান না, যেসব উপদেষ্টা মনে করছেন, আপনারা অনৈক্যের জন্য দায়ী, বিভেদের জন্য দায়ী, রাষ্ট্রকে একটি জায়গায় নিতে পারছেন না, প্লিজ আপনারা পদত্যাগ করুন। এর মাধ্যমে সেখানে যোগ্য লোকদের দায়িত্ব দেওয়ার পথ তৈরি করুন।

মজিবুর রহমান মঞ্জু বলেন, বন্দরের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নিলে ভালো হতো। বেশির ভাগ উপদেষ্টা এখানে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন। কেউ কেউ মনে করেছেন, তারা চিরদিনের জন্য ক্ষমতায় বসে গেছেন। অধ্যাপক ইউনূসকে নিয়ে যে ব্যর্থতার জায়গা রচিত হয়েছে, সেটি তাদের জন্য রচিত হয়েছে। তাদের জন্যই এই প্রেক্ষাপট তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, বিএনপির সঙ্গে যে দূরত্ব তৈরি হয়েছে, সেখানে সমঝোতামূলক পদক্ষপ নেওয়া দরকার। সেটি হতে পারে বিভিন্ন রাজনৈতিক দলের পরামর্শ নিয়ে কিছু রাজনৈতিক মেধাসম্পন্ন লোককে উপদেষ্টা পরিষদে যুক্ত করা।

কোনো কোনো উপদেষ্টার কথা ও আচরণে জাতীয় ঐক্য বিভক্ত হয়েছে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হয়েছে বলে উল্লেখ করেন এবি পার্টির চেয়ারম্যান। তিনি বলেন, প্রধান উপদেষ্টা দায়িত্ব থেকে সরে যেতে চান—এমন বক্তব্য সব জায়গায় এসেছে। তিনি সরে গেলেই কোনো সমাধান হবে না। সরে যাওয়ার বিষয়টিকে রাজনৈতিক রং দেওয়াও কোনো সমাধান বয়ে আনবে না। তিনি সরে গেলে ঐকমত্যের ভিত্তিতে অন্য কেউ এই দায়িত্ব নিতে সাহস করবেন না। এই পরিস্থিতিতে শূন্যতা সৃষ্টি হবে। তাই প্রধান উপদেষ্টার পদত্যাগ কোনো সমাধান নয়; বরং আলাপ-আলোচনার মাধ্যমে সব পক্ষ সমঝোতামূলক সমাধানে আসতে হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর কাসেম, লেফটেন্যান্ট কর্নেল (অব.) হেলাল উদ্দিন, লেফটেন্যান্ট কর্নেল (অব.) দিদারুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক নাসরিন সুলতানা মিলি, আমিনুল ইসলাম, শাহাদাতুল্লাহ টুটুল প্রমুখ।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: