আরেকটা এক-এগারোর বন্দোবস্ত করার পাঁয়তারা চলছে: নাহিদ

ছবি: ফাইল ফটো
জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আরেকটা এক-এগারোর বন্দোবস্ত করার পাঁয়তারা চলছে। শুক্রবার (২৩ মে) রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে নাহিদ ইসলাম একথা লেখেন। সেখানে তিনি লেখেন, জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের পথে যতো বড় শক্তিই বাধা হয়ে দাঁড়াক, এনসিপি তার মোকাবেলা করবে।
নাহিদ বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর থেকে আবারো দিল্লী থেকে ছঁক আকা হচ্ছে দেশে অস্থিতিশীলতা তৈরি করার, দেশকে বিভাজিত করার। গণতান্ত্রিক রূপান্তরকে বাধাগ্রস্ত করে আরেকটা এক-এগারোর বন্দোবস্ত করার পাঁয়তারা চলছে। তিনি বলেন, ড. ইউনূসকে জনগণকে দেওয়া সংস্কার, বিচার ও ভোটাধিকারের প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। উনাকে দায়িত্বে থেকেই রাজনৈতিকভাবে সকল সমস্যার সমাধান করতে হবে।
এদিকে, রাজধানীর ধানমন্ডির একটি হোটেলে জাতীয় নাগরিক পার্টির যুব উইং জাতীয় যুবশক্তি’র সারা দেশের সংগঠকদের নিয়ে পরিচিতি অনুষ্ঠানে সাম্প্রতিক পরিস্থিতির দিকে ইঙ্গিত করে নাহিদ ইসলাম বলেন, ‘দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। এর ফাঁদে পা না দিয়ে ঐক্যবদ্ধ থাকবো।
জনবান্ধব ও জনকল্যাণমূলক রাজনীতি ছড়িয়ে দেয়ার আহ্বান জানিয়ে দক্ষিণাঞ্চলের মূখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে নতুন সংবিধান প্রণয়নের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
বিভি/এমআর
মন্তব্য করুন: