‘যারা বিএনপিকে মুদ্রার এপিঠ-ওপিঠ বলে তারা রাজনৈতিক ঐক্য চায় না’

যারা বিএনপিকে মুদ্রার এপিঠ-ওপিঠ বলে তারা রাজনৈতিক ঐক্য বিনষ্ট করতে চায় বলে এমন মন্তব্য করেছেন, দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি জানান, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য কাজ করছে বিএনপি।
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির নেতা-কর্মীদের সাথে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারতে যান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ সময় তিনি বলেন, ফ্যাসিবাদি সরকার পালিয়েছে। এখন জনগণের প্রত্যক্ষ ভোটে গণতান্ত্রিক সরকার গঠন জরুরি।
বিএনপি করে অনাচার, দুর্নীতির সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি। বলেন, কোনো নেতা-কর্মী অন্যায়ে জড়িত প্রমাণ হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তারপরও যারা বিএনপিকে জড়িয়ে অপপ্রচার চালাচ্ছে, ঐক্য প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে চাইছে তারা।
বিভি/টিটি
মন্তব্য করুন: