• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ভারতের দালালি ও গোলামির দিন শেষ—এটাই আগামীর বাংলাদেশ: নাহিদ

প্রকাশিত: ১৮:১৯, ২ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
ভারতের দালালি ও গোলামির দিন শেষ—এটাই আগামীর বাংলাদেশ: নাহিদ

ছবি: সংগৃহীত

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে এনসিপি কোনো টালবাহানা মেনে নেবে না। বাস্তবসম্মতভাবে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। 

আজ বুধবার (২ জুলাই) ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির দ্বিতীয় দিনে কুড়িগ্রামের পথসভায় এ কথা বলেন তিনি।

নাহিদ বলেন, ভারতের দালালি ও গোলামির দিন শেষ—এটাই আগামীর বাংলাদেশ। আমাদের স্বাধীনতা, দেশ, মর্যাদার বাংলাদেশ।

তিনি আরও বলেন, মানুষের অধিকার ফিরিয়ে আনতে, নিজেদের দেশপ্রেমের জায়গা ও দায়িত্ববোধ থেকে গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিলাম। আমরা কখনও ক্ষমতার মসনদে বসতে চাইনি। কিন্তু সময়ের প্রয়োজনে দল গঠন করেছি। কারণ বিকল্প ও তরুণ নেতৃত্ব ছাড়া এই বাংলাদেশ এগিয়ে যাবে না, গণঅভ্যুত্থান সফল হবে না।

এর আগে পথসভায় নাহিদ বলেন, নতুন বাংলাদেশে আর কোনো বৈষম্য হতে দেওয়া হবে না। আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন বাংলাদেশ। আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ পুনর্গঠনের ইশতেহার ঘোষণা করবে এনসিপি।

উল্লেখ্য, আজ সকাল থেকে কুড়িগ্রাম উপজেলার গাড়িবহর নিয়ে নেতাকর্মীরা জনসংযোগে বের হয়েছেন। পথে পথে তাদের স্বাগত জানাচ্ছেন স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। এনসিপির কর্মসূচিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে ছিলেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ আরও অনেকে।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2