• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

এনসিপির কার্যালয়ের সামনে আবার ককটেল বিস্ফোরণ

প্রকাশিত: ০৯:০৭, ৩ জুলাই ২০২৫

আপডেট: ০৯:০৮, ৩ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
এনসিপির কার্যালয়ের সামনে আবার ককটেল বিস্ফোরণ

রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (২ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে জুলাই পদযাত্রার গাড়িতে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহতসহ এলইইডি লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে কে বা কারা ককটেল নিক্ষেপ করেছে সেটি তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় রাত সাড়ে ১২টার দিকে বাংলা মোটর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগরের উদ্যোগে বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশির গণমাধ্যমকে জানান, বুধবার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে জুলাই চিত্র প্রদর্শনী চলছিল। রাত সাড়ে ১১টার দিকে প্রদর্শনীর গাড়িতে ককটেল হামলা করে দুর্বৃত্তরা। এতে বেশ কয়েকজন আহত হয় এবং প্রদর্শনীর এলইডি লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও বলেন, এ ঘটনায় রাত সাড়ে ১২টার দিকে বিক্ষোভ মিছিল করবে নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত ২৩ জুন একই কায়দায় এনসিপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছিল। ওইসময় চারজন আহত হয়েছিলেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2